মুলাদী প্রতিনিধি ঃ
মুলাদী উপজেলায় দূর্নীতির
আখড়ায় পরিনত হচ্ছে
বরিলাল পল্লী বিদ্যুৎ
সমিতি-১। প্রতিনিয়ত
গ্রাহকদের থেকে অফিস
কর্মচারী সহ পল্লী
বিদ্যুতের দালালরা হাতিয়ে
নিচ্ছে লক্ষ লক্ষ
টাকা। গ্রাহকরা নতুন
সংযোগ আবেদনের মাধ্যমে
১০০ টাকা জমা
প্রদান করে রশিদ
নেওয়ার নিয়ম থাকলেও
তারা নিচ্ছে ৭০০
থেকে ১০০০ টাকার
মত এবং গ্রাহকরা
বিদ্যুৎ বিল পরিশোধ
করলেও তারা পূনরায়
বিভিন্ন ভাবে হয়রানি
করে আবার বিল
পরিশোধ করার দাবি
জানায়। নতুন সংযোগ
চাইলে অফিস কর্মচারী
ও ইঞ্জিনিয়ার বলে
ঐ ষ্ট্রান্সমিটারে লোড
নেই তাই সংযোগ
দেওয়া যাবে না।
কিন্তু মজার বিষয়
হলো ঐ অফিসের
কর্মচারীদের দালালরা বলে
৫ হাজার টাকা
লাগবে তাহলে নতুন
সংযোগ দেওয়া যাবে।
যার ফলে হিজলা
মুলাদী মেহেন্দীগঞ্জ উপজেলার
সাধারন মানুষরা হয়রানির
স্বীকার হচ্ছে। ফলে
জনগন থেকে অফিস
কর্মচারীরা হাতিয়ে নিচ্ছে
লক্ষ লক্ষ টাকা।
এ বিষয়ে পল্লী
বিদ্যুৎ সমিতির পরিচালককে
জানালে তিনি বলে
আমরা বিষয়টি খতিয়ে
দেব এবং আইনগত
ব্যবস্থা নেব। তাই
জরুরী ভিত্তিতে উদ্ধর্তন
কর্তৃপক্ষ বিষয়টি আমলে
নিয়ে তিন উপজেলার
গ্রাহকরা যাতে হয়রানি
না হয় তাহার
প্রয়োজনীয় ব্যবস্থা করার
দাবী জানায় সাধারন
জনগন।
DGM-Muladi 01769400085 Complain Center’s Muladi
01769400855