বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে আব্দুল খালেক মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০ টায় নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ে মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠনের আয়োজন করা হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান, নুরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি এ,কে,এম জহিরুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আব্দুল্লাহ আলমাহমুদ জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জা ম মাসুদুজ্জামান, নাজিরপুর ইউপি'র চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.ইব্রাহীম ফারুক, ইঞ্জিনিয়ার ফারুক আহাম্মেদ তালুকদার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ.মশিউর রহমান তালুকদার, আব্দুল খালেক মাষ্টার ফাউন্ডেশনের সদস্য সচিব ও ভিকারূন্নেছা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক হাসনা হেনা। প্রভাষক নাজনীন আক্তার নাজমা, নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আবুল হোসেন মীর, বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন মুন্সি প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন, ঢাকা নাজনীন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক শামীম আনোয়ার। এছাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ বাউফলের শ্রেষ্ঠ ৫টি স্কুল ও ৭ জন অবসর প্রাপ্ত শিক্ষককে ক্রেষ্ট প্রদান, ৫১জন কৃতি শিক্ষাথীদের হাতে সার্টিফিকেট ও বৃত্তি প্রদান
করেন।
 
Top