দশমিনা
প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় বুধবার বিকাশ কেলেঙ্কারী ঘটনায় আটক নারীর জিম্মায়
মুক্তি। জানা যায়, উপজেলার বাশঁবাড়িয়া গ্রামের আসমান আলী মুধা বাড়ির চট্রগ্রামের
খাগড়াছড়ি এলাকার স্যানিটারী মিস্ত্রি রমিজ মৃধার স্ত্রী দু’সন্তানের জননী সুলতান
রাজিয়া মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টায় নিজ চালিত মুঠোফোন ০১৭৪০৭০৪৪০২ নম্বরে ০১৭৯৫০০০০৫
নম্বর থেকে গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার পরিচয়দানকারীর সাথে কথোপকথন হয়। সুলতানা
রাজিয়া বিশেষ লটারীতে দু’লাখ টাকার প্রাইজবন্ড পেয়েছে এবং ওই পরিমান অর্থ ছাড় করতে
শতকরা ১৫ ভাগ ভ্যাটের অর্থ জমা দিতে ০১৭০৩০১০৭৭৯ নম্বরে বিকাশ করার অনুরোধ করেন
কাস্টমার কেয়ার অফিসার পরিচয়রদানকারী আফরিন আহাম্মেদ। পরের দিন বুধবার বেলা পৌনে
১১টায় সুলতানা রাজিয়া ১৫ হাজার টাকা ওই নম্বরে প্রেরণ করেন এবং প্রেরক ব্যবসায়ী
মোঃ নাসির উদ্দিনের দোকানে বসে থাকেন। ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিন ট্রান্সফারকৃত ১৫
হাজার টাকা দাবী করলে দু’লাখ টাকা একই নম্বরে আসবে বলে সুলতানা রাজিয়া জানালে
ভূয়াফোন কলের বিষয়টি ফুটে ওঠে। সুলতানা রাজিয়া প্রাইজবন্ডের আশায় রাত পযন্ত বসে
থাকেন।