পরীক্ষার হলে নকলে বাধা দেয়ায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক অমল রায়ের উপর হামলার প্রতিবাদে খুলনা মেডিক্যাল কলেজ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার মানবাধিকার সংগঠন হিউম্যানিটি ওয়াচ এ কর্মসূচির আয়োজন করে। এ সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মাহফুজুর রহমান মুকুল।
এতে বক্তারা বলেন, গত ২৯ মে পরীক্ষাচলাকালীন যেখানে ১৪৪ ধারা জারি ছিল। তেমন একটি জায়গায় শিক্ষকের উপর হামলায় কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের নীরব ভূমিকা তাদের দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করে। বক্তারা উদ্বেগ প্রকাশ করে শিক্ষার পরিবেশকে সমুন্নত রাখতে কলেজ কর্তৃপক্ষকে ইতিবাচক ভূমিকা গ্রহণ এবং জরুরিভাবে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম, অ্যাডভোকেট কুদরত-ই-খুদা, অ্যাডভোকেট শামিমা সুলতানা শিলু, সুতপা বেদজ্ঞ, অধ্যাপক ডা. ফরিদুজ্জামান, শিক্ষক নিতাই পাল, জনার্ধন দত্ত নান্টু, ফরহাদ হোসেন মিটন, মাহবুব আলম বাদশা, রবিউল ইসলাম রবি, হাসান মাহফুজ, মোহাম্মদ আলী স্বপন, মাজহারুল ইসলাম শান্ত, তরিকুল ইসলাম বাপ্পী, জগন্নাথ কর্মকার, মেহেদী হাসান, আবুল কাশেম প্রমুখ।