সাগরে জাল পাতা হয়েছিল বাগদা চিংড়ি ধরার জন্য। এতে এমন এক গলদা চিংড়ি ধরা পড়ল, দেখে সবার চোখ ছানাবড়া। পাক্কা সোয়া ১২ কেজি তার ওজন। গতকাল বৃহস্পতিবার এটিকে সাগর জলে ছেড়ে দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের আটলান্টিক মহাসাগরে গত সপ্তাহে ধরা পড়ে এই চিংড়ি। এক মিটার দীর্ঘ (৪০ ইঞ্চি) চিংড়ি আকারে তিন বছর বয়সী এক শিশুর সমান।
মেইনের সম্পদ দপ্তরের শিক্ষাবিষয়ক পরিচালক এলাইন জোনস জানান, চিংড়িটি মেইনের ওয়েস্ট বুথবের অ্যাকুরিয়ামের কাছে কুশিং গ্রামের অদূরে সাগরে ধরা পড়ে। তিনি বলেন, চিংড়িটির সব ওজন সামনের দুই দাঁড়ার মধ্যে। তা দিয়ে চিংড়িটি একজন মানুষের বাহু ভেঙে দিতে পারবে। তবে এটি রসনাবিলাসীদের জন্য হতাশার কারণ হয়ে দাঁড়ায়। মেইনে প্রচলিত আইনে চোখ থেকে লেজ পর্যন্ত পাঁচ ইঞ্চির (১ দশমিক ২৭ সেন্টিমিটার) বেশি দীর্ঘ চিংড়ি ধরা পড়লে তা জেলেরা রাখতে বা বিক্রি করতে পারবেন না। কাজেই এটিকে গত বৃহস্পতিবার বুথবের সাগর জলে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়ার আগে চিংড়িটির নাম দেওয়া হয় ‘রকি’।
বিজ্ঞানীরা চিংড়িটির বয়স নির্ণয় করতে পারেননি। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, এর আগে ১৯৭৭ সালে কানাডার নোভা স্কশিয়ায় বিশ্বের সবচেয়ে বড় গলদা চিংড়িটি পাওয়া যায়, এটির ওজন ছিল ২০ কেজি। রয়টার্স।