বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের জনপ্রিয় নায়িকা রোজিনা। সময় হারিয়েছে কিন্তু নায়িকাতো নায়িকাই থেকে গেছেন। তাই এখনো চিত্রনায়িকা তিনি। সম্প্রতি লন্ডন থেকে ফিরেছেন তিনি। একমাসের ভ্রমনে এসেছেন দেশে। সিনেমার প্রতি তার টান এখনো আগের মতোই আছে।
তাই এ সংক্ষিপ্ত সফরেও তিনি জড়িত হলেন সিনেমায়। না ঠিক সিনেমা নয়। সিনেমার গানে। নায়ক সেই ওমর সানি। গানও সেই পুরনো। ‘এই মন তোমাকে দিলাম’, ‘ঢেকোনা দুই নয়ন’সহ পুরনো দিনের ছয়টি গান নিয়ে সম্প্রতি নির্মিত হচ্ছে আসন্ন ঈদ উপলক্ষে চ্যানেল আই এর একটি বিশেষ অনুষ্ঠান।
সোমবার রোজিনার নিজের বাড়িতে এবং উত্তরার দিয়াবাড়িতে বাড়িতে দুটি গান চিত্রায়িত হয়। গানে ওমর সানির সঙ্গে নাচলেন চিত্রনায়িকা রোজিনা। ‘এই মন তোমাকে দিলাম’ ও ‘ঢেকোনা দুই নয়ন’ শিরোনামের এই গান দুইটিতে একসঙ্গে নাচেন তারা।
চলচ্চিত্রের সোনালী যুগের ছয়টি গান নিয়ে প্রোগ্রামটি সাজানো হচ্ছে। সবগুলো গানের সঙ্গেই নাচবেন জনপ্রিয় এই নায়িকা। রোজিনার সঙ্গে শুধু ওমর সানিই নয়, আরো থাকছেন দুজন নায়ক। আগামী ১২ই জুন অমিত হাসানের সঙ্গে নাচবেন তিনি। এবং ১৩ই জুন জায়েদ খান অথবা ইমনের সঙ্গে নাচের কথা রয়েছে তার।
চ্যানেল আই ছাড়াও প্রোগ্রামটি লন্ডনের একটি টিভিতে দেখানো হবে বলে জানা যায়। সবগুলো গানের পরিচালনা এবং কোরিওগ্রাফি করছেন আজিজ রেজা।