পটুয়াখালীর দশমিনা থানা পুলিশ গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার মর্দনা খাল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করে। জানা যায়, উপজেলার মর্দনা খালে ভাসমান লাশ দেখে স্থানীয়দের দেয়া খবরে থানা পুলিশ উদ্ধার করে। থানার ওসি মো: শাহবুদ্দিন জানায়, উদ্ধারকৃত লাশ পার্শ্ববতী বাউফল থানার বাহের দাসপাড়া গ্রামের মরহুম আদু হাওলাদারের ছেলে আজাহার হাওলাদারের (৬৫)। ৯ ছেলে ও ১ মেয়ের জনক আজাহার হাওলাদার গত ৭/৮দিন পূর্বে নিখোঁজ হয়। আজাহার হাওলাদার দীর্ঘ বছর মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলেও পরিবার সূত্রের বরাত দিয়ে থানার ওসি জানায়। লাশ পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে।