নিজস্ব সংবাদদাতা ফুলতলা(খুলনা)।।
বিশেষ ক্ষমতা ও মাদক আইনে
জেলা গোয়েন্দা
পুলিশের একটি
দল গত
সোমবার রাতে
৩ জন
কে গ্রেফতার
করে। গ্রেফতারকৃতদের
গতকাল মঙ্গলবার
বিজ্ঞ আদালতের
মাধ্যমে জেল
হাজতে প্রেরন
করা হয়েছে।
পুলিশ জানায়,
জেলা গোয়েন্দা
পুলিশের এস
আই মুক্ত
রায় চৌধুরী
বিপিএম এর
নেতৃত্বে সঙ্গীয়
ফোর্স সহ
সোমবার রাতে
যুগ্নীপাশা এলাকা থেকে দামোদর বামনপাড়া
গ্রামের হাতেম
সরদারের পুত্র
আকবার সরদার
(৩৮) কে
১০ বোতল
ফেনসিডিল সহ
আটক করে।
আকবার সরদার
মিষ্টির প্যাকেটে
করে ফেনসিডিল
নওয়াপাড়া থেকে
ফুলতলায় নিয়ে
আসছিল। এ
ব্যাপারে বিশেষ
ক্ষমতা আইনে
থানায় মামলা
হয়েছে।
অপর দিকে একই
রাতে সিকিরহাট
সড়কে টেলিফোন
এক্সচেঞ্চ অফিসের সম্মুখ থেকে বাগেরহাট
সদরের সেকেন্দার
শেখের পুত্র
জাহাঙ্গীর (৩০) এবং জামিরা গ্রামের
রফিকুল ইসলামের
পুত্র লিটন
ইসলাম (২৩)
কে ৪
লিটার দেশী
মদ সহ
গ্রেফতার করে।
পুলিশ আরোও
জানায়, গ্রেফতাকৃত
২ জন মদ্যাপ
অবস্থায় ছিল।
এ ব্যাপারে
থানায় মাদক
আইনে মামলা
হয়েছে।