বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
স্লোব বাংলাদেশ উন্নয়ন কর্মী মোঃ হেমায়েত উদ্দিন- গতকাল সোমবার দুপুর ২.৩০ মিনিট সময় হৃদ যন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। ইন্নালিল্লাহি ........... রাজীউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। মৃত্যুকালে ১ ছেলে ১ মেয়ে ও স্ত্রী জীবিত রেখে গেছেন। বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের মিঠাপুকুর গ্রামের আ: রাজ্জাক আকন পুত্র। হেমাতে মৃত্যুর আগে স্লোব বাংলাদেশ ওয়াটসান প্রকল্পে) কর্মরত ছিল। পটুয়াখালী দারিদ্র বিমোচন সংস্থার ( পিডিবিএস) প্রতিষ্ঠাতা সদস্য ছিলেণ। জানাগেছে,স্লোব বাংলাদেশ ওয়াটসান প্রকল্প বাউফল অফিসে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ে। সহকর্মীরা ত্রুত উপজেলা স্বাস্থ্য কমপেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোসনা করেন। হেমায়েত উদ্দিন আকর্ষিক মৃত্যুতে উপজেলা ছড়িয়ে পড়লে উপজেলার সকল পর্যায়ে এনজিও কর্মী, সাংবাদিক শিক্ষক ও সরকারী কর্মকর্তা কর্মচারী হাসপাতালে ভীর জমায় এ সময় বন্ধু মহলে শোকের ছায়া নেমে পড়ে। উন্নয়ন কর্মী হেমায়েত উদ্দিন অকাল মৃত্যুতে স্লোব বাংলাদেশ ওয়াটসান প্রকল্প সমন্বয়কারী বাউফল প্রেস ক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মো:দেলোয়ার হোসেন পিডিবিএস নির্বাহী পরিচালক মুঃ জাকির হোসেন, বাউফল প্রেস ক্লাব সাধারন সম্পাদক হারুন অর রশীদ, যুগ্ন সম্পাদক অহিদুজ্জামান ডিউক, পিডিও সমন্বয়কারী কহিনুর বেগম, কালবেলা বাউফল প্রতিনিধি সাইফুল ইসলাম গভীর শোক
প্রকাশ করেন। এবং শোকাত পরিবার প্রতি গভীর সমবেদনা জানান।
 
Top