দশমিনা সংবাদদাতা:
ঈদুল ফিতরের আনন্দ প্রণোদনার ১০ কেজি চাল আনতে গিয়ে পটুয়াখালীর দশমিনায় উপজেলার সদর ইউপি চেয়ারম্যানের মারধরে দিনমজুর আহত। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড লক্ষ্মীপুর গ্রামের শঙ্কর আরিন্দার ছেলে দিনমজুর তপন আরিন্দা গতকাল ঈদুল ফিতর উপলক্ষে আনন্দ প্রণোদনার জন্য বিতরণকৃত চাল আনতে ইউনিয়ন পরিষদের সামনে লাইনে দাড়ায়। ইউপি চেয়ারম্যান এড. ইকবাল মাহমুদ লিটন তপন আরিন্দাকে লাইন থেকে সড়ে যেতে নির্দেশ দেয়। এ সময় তপন ১০ কেজি চাল পেতে আর্জি করলে ইউপি চেয়ারম্যান তাকে মারধর করে লাইন থেকে বের করে দেয়। লাইন থেকে বের হবার পর ইউপি চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব গোলাম মাওলা রণির ভাইয়া বাহিনীর দশমিনা কমান্ডার খ্যাত এড. ইকবাল মাহমুদ লিটনের পালিত এক দল ক্যাডার তপনের ওপর হামলে পরে এবং বেদম পিটেয়ে আহত করে। স্থানীয়রা গুরুত্বর আহত তপনতে উদ্ধার করে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তপনের স্বাস্থ্যাবস্থার চরম অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ বিষয় ইউপি চেয়ারম্যান এড. ইকবাল মাহমুদ লিটন বলেন, তপন নেশাগ্রস্থ্য। তাকে লাইন থেকে সড়ে যেতে বললে তিনি উল্টোপাল্টা বলতে থাকে। চৌকিদাররা একটু শাসন করেছে। আমিই বরিশাল পাঠিয়েছি, এখন সুস্থ্য।
 
Top