দশমিনা সংবাদদাতা:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় শনিবার বেলা ১১টায় সড়ক দূর্ঘটনায় এক নিহত আহত ৩ জন। জানা যায়, উপজেলা সদরের খান বাড়ির ৪ সহদরের ৪ ছেলে ঈদের দিন সকালে ভাড়া মোটর সাইকেল নিয়ে ঘুড়তে যায়। বাড়ি ফেরার পথে দক্ষিণ দাসপাড়া এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কা লাগে এবং গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ আওলাদ হোসেন মোঃ মজিবুর খানের একমাত্র ছেলে দশমিনা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় ৯ম শ্রেণি পড়–য়া ছাত্র মোঃ রেজাউল করিম খানকে মৃত ঘোষণা করেন। এছাড়াও শিল্পপতি মোঃ জাকির খানের ছেলে রিয়াদ খান ও হাবিবার খানের ছেলে নাসির খানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর আহত হলো আকবর খানের ছেলে সবুজ খান।
 
Top