দশমিনা সংবাদদাতা:
পটুয়াখালীর দশমিনা উপজেলার কলেজ ছাত্রী কিরণমালা পোষাক না পাওয়ায়
আত্মহত্যা করেছে। এ ঘটনা রবিবার রাতে ঘটেছে। পরিবার ও থানা সূত্রে জানা
যায়, উপজেলার রণগোপালদি ইউনিয়নের চরঘুনি এলাকার মৃত্যু আঃ ছালাম
চৌকিদারের মেয়ে ডা. ডলি আকবর মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সুমাইয়া
আকতার বড় ভাই বাবুলের কাছে ঈদ উপলক্ষ্যে কিরণমালা পোষাক চেয়ে না পাওয়ায়
রবিবার রাতে বিষ পান করে। ওই রাতে হাসপাতালে ভর্তি করলে রাত ১২টা ১৫
মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল সোমবার নিহতের লাশ ময়না
তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে।