দশমিনা (পটুয়াখালী)প্রতিনিধি।।
জাকজমকভাবে পটুয়াখালীর দশমিনা উপজেলার সাংবাদিক সঞ্জয় ব্যানার্জী'র একমাত্র পুত্র সন্তান সৌরভ ব্যানার্জী'র শুভ ৮ম জন্মদিন পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার(২১জুন) সন্ধ্যায় পর কেক কাটার মধ্যদিয়ে এ অনুষ্ঠানের শুভসূচনা শুরু হয়।
সৌরভ ব্যানার্জী ২০১০ সালের ২১জুন শোমবার সন্ধ্যায় হেল্থ কেয়ার ক্লিনিকে জম্ম গ্রহন করেন। সৌরভ ব্যানার্জীকে শুভেচ্ছা জানাতে তার ঠাকুর মা (দাদী) আরতী রানী দেবীসহ আরো অনেক আত্বীয় স্বজন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
কেক কাটার পর চলে খাওয়া দাওয়ার আয়োজন। সৌরভ ব্যানার্জীর জন্মদিনে অনেক মজা ও আনন্দ হয়েছে। সবাই সৌরভ ব্যানার্জীর জন্য আর্শিবাদ(দোয়া) করবেন, সে যেন বড় হয়ে দেশের কল্যানে কাজ করতে পারে আর সু-শিক্ষায় শিক্ষা অর্জন করতে পারে।