নেইমার গোল পাননি, ব্রাজিল অস্বস্তির জন্য এটুকুই যথেষ্ট। আজ কোষ্টারিকার বিপক্ষে গোল দিয়ে আক্ষেপ ঘুচালেন।
বিশ্বকাপ শুরু থেকে নেইমার ও ব্রাজিলের কাছে আতঙ্কের এক নাম ছিল এই কোষ্টারিকা। ২০১৪ সালে নেইমার মারাত্মক এক চোট নিয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে যান এরপরই তো জার্মানির কাছে ব্রাজিলের ‘সেভেন আপ’ ইতিহাস।
গত বছর কোপা আমেরিকাতে এই কলম্বিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।
তবে এবার বাগে পেয়ে কোষ্টারিকাকে আর ছাড় দেননি নেইমার। পুরো ম্যাচে কোষ্টারিকার সাথে যেন একাই খেললেন নেইমার। নেইমার 97 মিনিটে আর কুতিনহোর 91 মিনিটের গোলে কোষ্টারিকাকে ২-০ গোলে হারিয়ে কিছুটা স্বাস্তিতে ব্রাজিল।