শীতের রুক্ষতা থেকে হাতকে রক্ষা করবেন কীভাবে, জানুন
ওয়েব ডেস্ক: শীতকালে তো অনেক মজা। মানে বেশিরভাগ মানুষই তো শীতকাল পছন্দ করেন। খেয়ে মজা। ঘুমিয়ে মজা। ঘুরে মজা। কিন্তু শীতকালে জ্বালাও তো কম নেই। শীতকালে গা-হাত-পা যে শুষ্ক, রুক্ষ হয়ে যায়। তাই সে এক বড় সমস্যা। যতই ক্রিম মাখুন। হাত পা ফাটা না হয় আটকাতে পারলেন। কিন্তু শরীরের রুক্ষতা আটকাতে যে মাথার ঘাম পড়ে যায় শীতকালেও। কেন শীতকালে হাত, পা রুক্ষ হয়ে যায়, তার কারণ তো সবাই জানে। কিন্তু এর থেকে বাঁচবেন কীভাবে?
খুব সিম্পলভাবে। আপনার হাতে গ্লাভস পড়ে থাকুন এই শীতকালটায়। তাহলেই আপনার হাতের রুক্ষতা থেকে বাঁচবে। যখন হাত ধোবেন, তখন ভালো সাবান ব্যবহার করুন এবং সঙ্গে সঙ্গে হাতে শীতের ক্রিম লাগিয়ে নিন। নারকেল তেল শীতকালে শরীরে মাখার জন্য খুব ভালো। বিশেষ করে হাতে-পায়ে। এগুলো মেনে চলুন একটু। তাহলেই শীতের রুক্ষতা থেকে বাঁচবেন।
 
Top