মোঃ সাফায়েত হোসেন:
পটুয়াখালীর দশমিনা উপজেলার দূর্গম চরবোরহান ইউনিয়নের দাওয়াত দিয়ে বুধবারদিবাগত রাত ১১টায় কৃষক মোঃ বেল্লাল হোসেনকে হত্যার চেষ্টা করে প্রতিপক্ষ।প্রতিপক্ষের প্রশ্রাব খেয়ে জীবন ভিক্ষা পায় ওই কৃষক।ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার নবগঠিত ইউনিয়ন চরবোরহানইউনিয়নে সেকান্দার হোসেনের ছেলে তিন সন্তানের জনক কৃষক মোঃ বেল্লাল
হোসেনকে বুধবার রাতে দাওয়াত খাওয়ানোর কথা বলে পার্শ্ববর্তী মোঃ মোশারেফসরদার স্থানীয় নুরুর বাড়িতে নিয়ে যায়। নুরুর বাড়ির সামনে ওৎপেতে থাকাপ্রতিপক্ষ ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের ভূমিদস্যুমন্নান ভূইয়ার ছেলে চুন্নু, আমাদুল, ফারুক, হুমায়ুন ও রণিসহ ১২/১৩সন্ত্রাসী বেল্লালের ওপর আতর্কিত হামলা চালায়। কৃষক মোঃ বেল্লাল হোসেনকেপিটিয়ে-কুপিয়ে গুরুত্বর আহত করে। এসময় বেল্লাল হোসেন জীবন ভিক্ষা চাইলেভূমিদস্যু মন্নান ভূইয়ার ছেলে রণি মূখে প্রশ্রাব করবে এবং ওই প্রশ্রাবখাওয়ার শর্তে জীবন ভিক্ষা দেয়ার কথা বলে। পরে বেল্লাল হোসেন রণির প্রশ্রাব খেয়ে জীবন ভিক্ষা পায়। গুরুত্বর আহত মোঃ বেল্লাল হোসেনকেস্থানীয়রা উদ্ধার করে গতকাল বৃহস্পতিবার সকালে দশমিনা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে বেল্লাল হোসেন বলেন, চরবোরহানে মন্নান ভূইয়া ১৬৫ একর জমি জবর দখলে চাষাবাদ করছে, মোশারেফ মন্নান ভূইয়ার লাঠিয়ালতিনিও সাড়ে ৯ একর জমি চাষাবাদ করে এছাড়াও নজির সরদার গং প্রায় ৩৬ একর জমিনামে বেনামে বন্দোবস্ত নিয়েছে তাদের পাশে আমি দেড় একর জমিতে বাসা-বাড়ি করে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করি। প্রায়শঃ নজির সরদার ও মন্নান ভূইয়ারলাঠিয়াল গ্রুপ তাদের পাশের ভূমিহীন কৃষকদের উৎখাত করার জন্য মারধর করে। এ বিষয়ে নজির সরদার বলেন, মোশারেফ আমার আপন ভাগ্নে না আমি দশমিনা উপজেলারমূল ভূখন্ডে থাকি আমার ১১ভাই চরবোরহান থাকে কিন্তু জমি নিয়ে মারামারিকরেনা।
 
Top