ডেস্ক নিউজ:
অপ্রচার ও গুজবের প্রতিবাদে আজ সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি কক্ষে ইস্কনের সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইস্কন-বাংলাদেশ’র সাবেক সভাপতি শ্রীপাদ কৃষ্ণ কীর্ত্তন দাস ব্রক্ষ্মচারী। লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ফেসবুক পোস্ট কেন্দ্র করে একদল কুচক্রী মহল দূরভিসন্ধি ও চক্রান্ত করে উদ্দেশ্য প্রনোদিতভাবে একটি মহল ইস্কন নামক ধর্মীয় সংগঠন টেনে আনছে। ইস্কন হিন্দুদের একটি ধর্মীয় সংগঠন। অপপ্রচারে আরও বলা হচ্ছে যদি এসব ঘটনায় ইস্কন জড়িত না থাকে তবে তাদের বক্তব্য কোথায়। হিন্দুদের সংগঠন ইস্কন শুধুমাত্র ধর্মীয় ধ্যান-ধারনা বিষয়ে সচেতন করে। “জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান” শ্লোগান নিয়ে সংগঠনটির যাত্রা। যেহেতু সংগঠনটি পর্থিব জীবন নিয়ে কাজ করছে না, সেহেতু পর্থিব বিষয়ে ঝামেলা ফ্যাসাদ সৃষ্টি ও এর বিষয়ে প্রচার প্রচারণা বিমূখ। কিন্তু ইস্কন নিয়ে প্রচারণা করে উম্মাহ নিউজের সংবাদ তথা আইএস হামলার ছক আড়াল করছে কতিপয় মিডিয়া ও ব্যাক্তি। ভারতীয় গোয়েন্দা রিপোর্ট অনুসারে আইএস’র অন্যতম টার্গেট ইস্কনকে দোষী করতে বা সাধারণ মানুষকে ইস্কন বিরোধী করে আইএস টার্গেট সম্পন্ন করতে আইএস’র প্রচারণা সেল হিসেবে কাজ করছে ওইসব মিডিয়া ও ব্যাক্তি। শীঘ্রই এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। লিখিত বক্তব্যে আরও উল্লেখ করেন, ইসকনসহ দেশের সকল মন্দিরে নিরাপত্তা জোড়দার করণ অতীব জরুরী। 

 
Top