মোঃ সাফায়েত হোসেন:
জাতীয় হজ ও ওমরাহ নীতি এবং হজ প্যাকেজ ২০১৬-এর খসড়া অনুমোদন করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ হজ প্যাকেজ অনুমোদন করা করা হয়।
মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, মন্ত্রিসভা হজ প্যাকেজ অনুমোদন দিয়েছে।
তিনি জানান, হজের জন্য সরকারিভাবে খরচ ধরা হয়েছে কোরবানিসহ ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা। মৌলিক ও অভিন্ন খরচ ১ লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা। গতবছরের চেয়ে এবার মৌলিক ও অভিন্ন খরচ বেড়েছে ৭ হাজার টাকা।
বৈঠক সূত্র জানায়, এবছর সরকারিভাবে হজে যাবেন ৫ হাজার। বেসরকারিভাবে যাবেন ১ লাখ ৮ হাজার ৮৬৮ জন। এবার হজে যেতে কোরবানীসহ খরচ পড়বে ৩ লাখ ৬০ হাজার ৩৮ টাকা।
যে কোন তথ্য জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন-
বেসরকারিভাবে হজে যাবার এজেন্সিগুলোর তালিকা
· QIBLA INTERNATIONAL TRAVELS License No: 1108