ডেস্ক নিউজ::
সনাতন ধর্মীয় সংহতি ও সুরক্ষায় গঠিত বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের আহবায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্র। রবিবার সভাপতি শ্রী সজিব বৈধ্য ও সাধারণ সম্পাদক শ্রী পার্থ সারথী রায়’র যৌথ স্বাক্ষরিত কমিটি গকতাল মঙ্গলবার হাতে পেয়েছে খুলনা জেলা ছাত্র মহাজোট।
অনুমোদিত কমিটিতে আহবায়ক শ্রী অনিক মালাকার শুভ, যুগ্ম আহবায়ক শ্রী অন্তর হাজরা ও সদস্য সচিব শ্রী সুজিত কুমার দাসসহ ২১ সদস্য বিশিষ্ট ছাত্র মহাজোটকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলন অনুষ্ঠান করে পূর্ণাঙ্গ কমিটি উপস্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।
শাড়ী, থ্রিপিচ, লেডিসব্যাগ, মানিব্যাগ, মিষ্টি, মধু, ঘি সবকিছুর সমাহার এখোনে ক্লিক করুন
আহবায়ক কমিটি অনুমোদনের ঘটনায় খলনা জেলা সদরসহ উপজেলা ছাত্র মাহাজোটের নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেছেন।

 
Top