ডেস্ক নিউজ::
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখা আজ সন্ধ্যা ৭টায় চেলোপাড়া অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা হিন্দু ছাত্র মহাজোটের আহবায়ক কমিটি অনুমোদন করে। সভায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ড. সুব্রত কুমার ঘোষের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক শ্রী বিপ্লব কুমার দাস, আহবায়ক কমিটির নব নির্বাচিত আহবায় শ্রী সাধান কুমার মাহাতো, ১ম যুগ্ম আহবায়ক শ্রী সুজন কুমার সরকার ও সদস্য সচিব শ্রী প্রকাশ রায় প্রমূখ। আহবায়ক কমিটি গঠন সভায় ২২ সদস্য বিশিষ্ট ছাত্র মহাজোটের কমিটির অনুমোদন করা হয়।
কেনাকাটা করতে এখানে ক্লিক করুন। |
বগুড়া জেলা শাখা ছাত্র মহাজোটের কমিটি অুনমোদন শেষে সভাপতি ড. সুব্রত কুমরা ঘোষ স্থানীয় সংবাদকর্মীদের জানায়, সনাতন ধর্মীয় সংহতি ও সুরক্ষায় গঠিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের অঙ্গসংগঠন অত্র জেলার ছাত্র মাহজোট বগুড়া জেলার কার্যক্রম আরও বেগবান করবে। কেন্দ্রিয় নির্দেশনার আলোকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে সম্মেলন অনুষ্ঠান করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়েছে ছাত্র মহাজোটকে।