নয়া বছরেই কলকাতায় চালু হয়ে যাবে ভোডাফোনের ফোর-জি সার্ভিস। সব কিছু ঠিক   থাকলে আগামী মার্চমাস থেকে ফোর-জি পরিষেবা পেতে শুরু করবেন গ্রাহকরা।   ভোডাফোনের তরফে এক বিবৃতি বলা হয়েছে, কলকাতা, মুম্বই, দিল্লি এবং   বেঙ্গালুরু এই চার মেট্রো শহরে নতুন চলতি আর্থিক বর্ষের মধ্যেই চালু হয়ে   যাবে ফোর-জি পরিষেবা। ইতিমধ্যেই এই শহরগুলিতে পরীক্ষামূলক পরিষেবা সাফল্য   পেয়েছে। তাই এবার ফোর-জি সার্ভিস চালু করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া   হয়েছে। ফোর-জি মানে আরও স্পিড।
