মো: সাফায়েত হোসেন,দশমিনা প্রতিনিধি:
গতকাল শনিবার সকাল ১০টায় পটুয়াখালীর দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সমিলনায়তনে বিলম্ব প্রসব জনিত ফিস্টুলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্দ্যেগে ইউএনএফপিএ ও বিডাব্লিউএইচসি'রঅর্থায়নে কর্মশালায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহবুব হাসানভুইয়া'র সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুজ্জামানবাদল, বিডভব্লিউএইচসি'র জেলা সমন্বয়কারী রফিকুল ইসলাম, আবুল খালেক কাজী,মোঃ শাহবাজ হোসেন ও সাইফুল ইসলাম প্রমুখ। কর্মশালঅয় স্থানীয় সাংবাদিক ওপরিবার পরিকল্পনার সকল স্তরের কর্মীগন উপস্থিত ছিলেন।