মোঃ সাফায়েত হোসেন:
ব্যয় সঙ্কোচন অতিরিক্ত দেখিয়ে বাংলাদেশের বৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক কর্মী ছাটাইয়ের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার ব্র্যাকের নির্বাহী পরিচালক ডা: মুহ্ম্মাদ মুসা নিজ স্বাক্ষরে ব্র্যাকের সব জনশক্তির উদ্দেশ্যে চিঠিটি দিয়েছেন তবে ছাটাইকৃত কর্মীদের চার মাসের বেতন, প্রভিডেন্ট ফান্ডের টাকা ব্র্যাকের প্রশংসাপত্র দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি তবে কারা কারা ছাটাই হচ্ছেন মুহূর্তে কর্মীরা জানতে পারেননি ব্যাপারে হেল্প ডেস্ক থেকে জেনে নিতে বলা হয়েছে
চিঠিতে ডা. মুহাম্মদ মুসা ব্র্যাকের কর্মরত জনশক্তির উদ্দেশ্যে বলেছেন, বাংলাদেশের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে উন্নয়নের ক্ষেত্রসমূহও ক্রমাগত পরিবর্তিত হচ্ছে আর্থসামাজিক উন্নয়নের ফলে বাংলাদেশের জনসাধারনের একটি বড় অংশ ন্যায্য মূল্যে উন্নতমানের সেবা পেতে উন্মুখ তাই উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাকের লক্ষ্য উন্নয়ন কর্মকাণ্ডসমূহও পরিবর্তিত হচ্ছে এই পরিবর্তনের প্রয়োজনীয়তাকে সামনে রেখে ব্র্যাক সামঞ্জস্যপূর্ণ টেকসই পঞ্চবার্ষিক কর্মকৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে, যার অংশ হিসেবে সব কর্মসূচিকে পুনর্বিন্যাস করা হচ্ছে এই পুনর্বিন্যাস প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো সীমিত সম্পদ ব্যবহার করে সর্বোৎকৃষ্ট ফলাফল অর্জন এতে ব্র্যাকের কার্যকারিতা বৃদ্ধি, কর্মসূচিসমূহের আর্থিক স্বনির্ভরতা অর্জন, যুগোপযোগী নতুন নতুন উন্নয়ন কর্মকাণ্ড উদ্ভাবন এবং এক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতাসমূহ সুনির্দিষ্টকরণের লক্ষ্যও অর্জিত হবে এছাড়াও আমাদের বর্তমান মানবসম্পদ বিশ্লেষণে দেখা যায় যে, এই মুহূর্তে ব্র্যাকের কিছু পদে প্রয়োজনের তুলনায় অধিক সংখ্যক কর্মী নিয়োজিত রয়েছে ক্ষেত্রেও সামঞ্জস্য আনা প্রয়োজন প্রেক্ষাপটে ব্র্যাকের মানব সম্পদ নীতিমালা কার্যপ্রণালী (PHRP) অনুযায়ী কর্মী সংখ্যা সমন্বয়ের উদ্যোগ নেয়া হয়েছে এতে করে আমাদের মধ্যে কিছু সংখ্যক সহকর্মী রিডানডেন্সি (অতিরিক্ত)/রিট্রেঞ্চমেন্টের (ব্যয় সঙ্কোচন) আওতায় আসবেন জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে প্রক্রিয়া বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মসূচি মানব সম্পদ বিভাগ বাছাই প্রক্রিয়া থেকে শুরু করে সব বিষয়ে একযোগে কাজ করেছে
রিডানডেন্সি অথবা রিট্রেঞ্চমেন্টের আওতায় যেসব কর্মী আসবেন তাদের সুবিধাগুলো হলো- চার মাসের বেতন, ভবিষ্য-তহবিলে (প্রভিডেন্ট ফান্ড) নিজের দানসহ ব্র্যাকের দান এবং মোট জমার উপর অর্জিত সব লভ্যাংশ, যারা ব্র্যাকে তিন থেকে ১০ বছর কাজ করেছেন, তারা পূর্ণ আনুতোষিক বা গ্র্যাচুইটির দেড় গুণ পাবেন (প্রতি পূর্ণবছর চাকরির জন্য সর্বশেষ মূল বেতনের . গুণ) ১০ বছরের বেশি কর্মরত থাকলে তারা পাবেন দুই গুণ (প্রতি পূর্ণবছর চাকরির জন্য সর্বশেষ মূল বেতনের দুইগুণ; সর্বোচ্চ ৫০টি আনুতোষিক) এবং ব্র্যাকের পক্ষ থেকে একটি প্রশংসাপত্র
জানা গেছে, কর্মী ছাটাই নিয়ে ব্র্যাকে দীর্ঘদিন থেকে চাপা অসন্তোষ ছিল কাদের ছাটাই করা হবে তা এক বছর আগেই নির্ধারণ করা হয়েছে এর মধ্যে ব্যক্তি আক্রোশ ভিন্ন মতাবলম্বীর লোকজনও থাকবে

Bangladesh/Headquarters

BRAC Centre
75 Mohakhali,
Dhaka-1212
Bangladesh
Communications
Tel: 880-2-9881265, 8824180-7.
Ext: 3155, 3107, 3161
Fax: 880-2-8823542
E-mail: info@brac.net
Human Resources
Tel: 88-02-9881265, 88-02-8824180
24-hour Help Line: 01199-830465
Fax: 88-02-8823614, 88-02-9883542
E-mail: hrd@brac.net
Internship Unit
Tel: 880-2-9881265, 8824180-7.
Ext: 3161
Fax: 880-2-8823542
E-mail:internship@brac.net
Ombudsperson
Anis-uz-Zaman Khan
House # 55, Road # 1,
Block # A, Niketon,
Gulshan-1, Dhaka-1212,
Bangladesh
Phone: 88029882072, 88029882254, 88028831665

 
Top