বাউফল
প্রতিনিধি
পটুয়াখালীর
বাউফল
উপজেলার
কনকদিয়া
ইউনিয়নের
কনকদিয়া
বাজার
এলাকায়
বিল্পব
দাস
নামে
এক
সংখ্যালঘুর
জমি
দখল
করে
দোকান
নির্মান
করছেন
ফিরোজ
হাওলাদার
নামে
এক
যুবলীগ
কর্মী।
ফিরোজ
হাওলাদার
বীরপাশা
গ্রামের
মিনাজ
হাওলাদেরর
ছেলে
ও
স্থানীয়
যুবলীগের
সক্রিয়
কর্মী।
জানাগেছে,
উপজেলার
কনকদিয়া
বাজার
এলাকায়
বিল্পব
দাসের
জায়গা
গত
শুক্রবার
বিকালে
হঠাৎ
করে
চার-পাঁচজন
শ্রমিক
নিয়ে
ওই
দোকানের
নির্মাণ
কাজ
শুরু
করেন
যুবলীগ
কর্মী
ফিরোজ।
বিল্পব
ওই
নির্মান
কাজে
প্রানের
ভয়ে
বাধাঁ
না
দিয়ে
বাউফল
থানায়
অভিযোগ
করেন।
এ
বিষয়ে
বাউফল
থানার
ভারপ্রাপ্ত
কর্মকর্তা
(ওসি)
আ
জা
ম মাসুদুজ্জামান
বলেন,
অভিযোগ
পেয়ে
পুলিশ
পাঠিয়ে
কাজ
বন্ধ
করে
দেওয়া
হয়েছে।
এদিকে
বিল্পব
দাস
সাংবাদিকদের
কাছে
অভিযোগ
করেছেন,
পুলিশ
দুই
দফায়
কাজ
বন্ধ
করলেও
নির্মাণ
কাজ
অব্যাহত
রেখেছেন
ফিরোজ
হাওলাদার।
এ
ব্যাপারে
ফিরোজ
হাওলাদারের
মুঠোফোনে
যোগাযোগের
চেষ্টা
করলে
বন্ধ
পাওয়া
যায়।