২০১৯
সালের এপ্রিল মাসে শুরু হবে বাকিংহাম প্যালেসের মেরামতির কাজ। খরচ
হবে কম করে ৩৬৯ মিলিয়ন পাউন্ড। এর
মধ্যেই আবার বৃদ্ধি পেল রানী দ্বিতীয় এলিজাবেথের বেতন।
আগের
বছরের তুলনায় ৯১ বছর বয়সী এই রানীর জন্য বরাদ্দ অর্থ বাড়ানো হয়েছে ১৩ শতাংশ। এর
আগে রানীর খরচের জন্য বরাদ্দ হয়েছিল ৪১.৯ মিলিয়ন পাউন্ড। সেটাই
বাড়িয়ে করা হয়েছে ৪৭.৪ মিলিয়ন পাউন্ড।
বাকিংহাম
প্যালেসের মেরামতির জন্য প্রাথমিক যে কাজ হয়েছে তার পিছনে ইতিমধ্যে বরাদ্দ অর্থের থেকে ৪ মিলিয়নেরও বেশি অর্থ খরচ হয়েছে। এছাড়া
কর্মচারীদের মাইনে দেওয়ার জন্য খরচ হয়েছে ২১.৪ মিলিয়ন পাউন্ড অর্থ।
উল্লেখ্য, রানী এলিজাবেথের খরচের টাকা আসে ব্রিটেনের করদাতাদের কাছ থেকে। তাই অনেকেই বরাদ্দ বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বিরোধীরাও সরব হয়েছেন।