বাংলাদেশ কৃষক ফেডারেশনের সাবেক কেন্দ্রিয় সভাপতি ও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ সামুন্নাহারখান ডলির বড় ভাই লিয়ার হোসেন খান (৬৫) গতকাল শনিবার ভোরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না... রাজেউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকালে তাদের প্রতিষ্ঠিত ডাঃ ডলি আকবর মহিলা কলেজ মাঠে জানাযা শেষে তাকে দশমিনাস্থ্য নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। লিয়ার হোসেন খানের মৃত্যুতে সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আ.খ.ম জাহাঙ্গীর হোসাইন এমপি, উপজেলা চেয়ারম্যান এড. শাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ ফখরুজ্জামান বাদল, দশমিনা সদর ইউপি চেয়ারম্যান এড. ইকবাল মাহমুদ লিটন, দশমিনা প্রেসক্লাবের সভাপতি এইচ.এম ফোরকান, সাধারণ সম্পাদক নিপুণ চন্দ্র, বাংলাদেশ কৃষাণী সভা, ভাষমান শ্রমিক ইউনিয়নসহ কৃষক ফেডারেশনের ৮টি সহযোগী সংগঠন গভীর শোক ও শোকার্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। -মো: সাফায়েত হোসেন।
 
Top