লণ্ডন, ২৫ অক্টোবর- ঘোষণাটি দিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিলেন ব্রাজিলের তরুণী কাতারিনা মিগলিওরিনি (২০)। তিনি সতীত্ব বিক্রি করবেন। তবে সেটা ভালো কাজের জন্য। অর্জিত অর্থ দিয়ে দরিদ্রদের জন্য তৈরি হবে ঘরবাড়ি। এতে সাড়া মিলেছে প্রচুর। অবশেষে সাত লাখ ৮০ হাজার ডলারে বিক্রি হয় তাঁর সতীত্ব। কিনে নেন নাতসু নামের এক জাপানি তরুণ। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় সান্তা কাতারিনা প্রদেশের অধিবাসী এই কাতারিনা মিগলিওরিনি। তিনি তাঁর উদ্দেশ্য সাধনে ইন্টারনেটে নিলাম আহ্বান করেন।