টালিউডের জনপ্রিয় নায়িকা তিনি অভিনয়ে টালিগঞ্জে একচ্ছত্র রাজত্ব করে যাচ্ছেন এই সুন্দরী কিন্তু কলকাতার এত বড় তারকার বিরুদ্ধে এবার একটি চুরির অভিযোগ উঠেছে! তবে চুরি বললে ভুল হবে তিনি নাকি কস্টিউমের ডিজাইন চুরি করেছেন৷
হলিউডের বহু তারকাদের পোশাক কপি করেন বলিউড নায়িকারা৷ যেমন ড্রেস নকল করার বিষয় দীপিকা পাডুকোনের নাম এই তালিকার শীর্ষে৷ হলিউডের কিম কার্দার্শিয়ান থেকে শুরু করে কাইলি জেনার, ভিক্টোরিয়া হার্ভে, অসংখ্য সেলেব্রিটিদের ওয়ারড্রোব নকল করেছেন দীপিকা পাড়ুকোন৷ এই পোশাকের ডিজাইন কপি করার ব্যাপারটি সাধারণত মেয়েদের মধ্যেই বেশি দেখা যায়৷
সেলিব্রিটিদের পোশাক পরতে কার না ভালো লাগে? ফ্যাশানিস্তা সোনম কাপুরের হাইফ্যাশন অনুসরণ করা সব সময় সম্ভব হয়ে ওঠে না৷ নিত্যদিনের ফ্যাশন ট্রেন্ডের জন্য জেন ওয়াইয়ের ফেভারিট আলিয়া ভাট৷ সাধারণ মেয়েরা হলিউড কিংবা বলিউড নায়িকাদের পোশাক-আশাক নকল করে পরছেন সেটা না হয় একরকম ব্যাপার৷

কিন্তু তাই বলে টলিউডের নায়িকারা যদি বলিউডের নায়িকাদের জামা নকল করে বসেন সেটা খানিক তামাশার বিষয়ই হয়ে যায়
কলকাতার নায়িকা শ্রাবন্তী নকল করে বসলেন বলিউডের নায়িকা কারিনা কাপুরকেসিংঘম রিটার্নসছবিতে কারিনা কাপুরের পরা কয়েকটি লং স্কার্ট এবং টপ প্রায় হুবহু নকল করে পরেছেন শ্রাবন্তী৷
নেটিজেনদের মতে, শ্রাবন্তী হয়তো নিজে নকল করতে চাননি৷ অভিনেত্রী হয়তো কারিনার পোশাকগুলো সেভাবে খেয়ালও করেননি৷ শ্রাবন্তীর পার্সোনাল ডিজাইনারই হয়তো তাকে এমন ড্রেস পরতে দিয়েছেন৷ কিন্তু পাশাপাশি কারিনা এবং শ্রাবন্তীর পোশাকের ছবি দুটি রাখলে, তাদের পরণে পোশাকের মধ্যে পার্থক্য খুঁজে বের করা মুশকিল৷
পার্থক্য অবশ্য রয়েছে, তবে সামান্য মাত্র৷ গয়না এবং মেকআপে৷সিংঘম রিটার্নসছবিরকুছ তো হুয়া হ্যাঁয়গানে কারিনা সেই জামার সঙ্গে জাঙ্ক জুয়েলারি পরেছিলেন৷ কিন্তু শ্রাবন্তী কোনো রকম গয়না পরেননি৷ কিন্তু সেই লাল রঙের লং স্কার্ট৷ নিচের দিকটা কালো বর্ডার কালো শার্ট৷

আরেকটি কস্টিউমের পার্থক্য রয়েছে রঙে৷ কারিনা পরেছিলেন সাদার টপের ওপর লাল বর্ডার এবং শ্রাবন্তীর সাদা টপের ওপর নীল বর্ডার৷ দুজনের স্কার্ট সেই একই মাল্টিকালারের৷ শ্রাবন্তীর ছবিগুলো সমুদ্রসৈকতে তোলা৷ সম্ভবত বাংলাদেশি একটি ছবির শুটিংয়ের ফাঁকে এই ছবিগুলো তোলা হয়েছে৷
উল্লেখ্য, মোস্তাফা কামাল রাজের ছবি 'যদি একদিন' অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা গায়ক তাহসান সেখানেই তাহসানের বিপরীতে দেখা যাবে কলকাতার নায়িকা শ্রাবন্তীকে

 
Top