লাক্স
তারকা আমব্রিনা সারজিন আমব্রিন। বিপিএল
উপস্থাপনা দিয়ে আলোচনায় আসা আমব্রিন গেল বছর ৪ নভেম্বর কানাডা প্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেন। দীর্ঘদিনের
প্রেমিককে বিয়ে করে দাম্পত্য জীবনে বেশ সুখেই আছেন জনপ্রিয় এই উপস্থাপিকা।
তিনি
যে বেশ ভালো সময় কাটাচ্ছেন, তার সেই মুহূর্ত শেয়ার করছেন নিজের ফেসবুক পেইজে। তবে
সম্প্রতি স্বামীর সঙ্গে বেড রুমের অন্তরঙ্গ ছবি শেয়ার করে সমালোচনায় আসলেন আমব্রিনা।
সম্প্রতি
নিজের ফেসবুক পাতায় স্বামীর সাথে বেড রুমের অন্তরঙ্গ ছবি শেয়ার করেন তিনি। বর্তমানে
কানাডায় অবস্থান করে তিনি ফেসবুকে স্বামীর সাথে অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লিখেন, ‘I Still Fall
For U. EveryDay অর্থাৎ
আমি এখনো প্রতিদিন তোমার প্রেমে পড়ি।’
আর এমন ছবি শেয়ার করে সমালোচনার মুখে পড়েছেন তিনি। তার অনুসারীরা এমন ছবিতে ক্ষোভ প্রকাশ করেছেন।
অনিন্দ্য
অদিতি নামের এক ভক্ত তার এমন ছবি দেখে বলেন, বেড রুমের ব্যাপার বেড রুমের ভিতরেই রাখেন না। পাবলিক
করে নিজেদের নির্লজ্জ মানসিকতার পরিচয় না দিলেই নয় কি?
প্রসঙ্গত,
২০০৭ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রাখেন আমব্রিন। অভিনয়ের
পাশাপাশি মডেলিং ও উপস্থাপনায় জনপ্রিয়তা অর্জন করেন তিনি।