⧬⧭  🜁🜃 ✡✩ কি আছে এ সংকেত গুলোতে। নকি শুধুই সাধারণ?  দেখুন ভিঞ্চির ছবিতে এর ব্যবহার। আপনাদের উদ্দেশ্যে আজ তুলে ধরছি লিওনার্দো দ্যা ভিঞ্চির ছবি ও লুকিয়ে থাকা কোডগুলো। লিওর রহস্যময় জীবনের মতো তাঁর আঁকা ছবিগুলোও রহস্যময়। এসব নিয়ে মুখরোচক গল্পের শেষ নেই। তাই আপনার জানা দরকার লিও কে? কি তার উদ্দেশ্য? তার কর্মময় জীবন, ধর্ম বিশ্বাস। ভিঞ্চির এই কোড অবিষ্কারের ফলে মনে হতে পারে খ্রিষ্টান ধর্ম তথা যিশুর জনপ্রিয়তা ও তাকে নিয়ে গড়ে ওঠা ধর্মীয় গোড়ামীর শেষ হতে চলছে। হতে পারে কিন্তু প্রচলতি বিশ্বাস নিয়ে ধর্ম ভিঞ্চির বিশ্বাসের মার্যাদা আমাদের দেবার সময় কি হবে? তাই পড়ুন ভিঞ্চির ছবি রহস্য নিয়ে লেখা দ্যা ভিঞ্চি কোড
 
Top