বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
বাউফলে পুর্ব শক্রতার জের ধরে পেট্রল ছিটিয়ে মিল পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা। নতুন জেনারেট মিল গাছসহ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে, গতকাল বুধবার গভীর রাতে উপজেলার কনকদিয়া ইউনিয়নে জয়গড়া গ্রামে।
জানাগেছে,কনকদিয়া বন্দর থেকে তিন কিলোটিার দূরে জয়গড়া গ্রামের : লতিফ খান এর জেনারেটর চালিত মিল। প্রতিদিন মতো মঙ্গলবার বিকালে মিল বন্ধ করে বাড়ি চলে যায়। ওই দিন ভোর রাতে ঢাকা থেকে আগত লঞ্চ যাত্রী মিল আগুন দেখতে পায়। পাশ্ববর্তী গ্রামবাসীকে ডাক চিৎকার দিয়ে ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। ইতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় লক্ষাধিক টাকা। নতুন জেনারেট ছমিল, গাছ সহ লক্ষাধিক টাকার মালামাল সর্ম্পর্ন রুপে পুড়িয়েগেছে।  এলাকাবাসী ধারনা, রাতে র্দুবৃত্তরা প্লাষ্টিক বোতল পেট্রল নিয়ে চারদিকে ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে।
 ইউপি সদস্য আলমগীর হোসেন (০১৭৩৪৭৯২১৮০) জানান, ঘটনা শোনার সাথে সাথে সরেজমিন পরিদর্শন করেন এবং ঘটনা স্থান পেট্রল স্থান থেকে পেট্রল ব্যবহৃত একটি প্লাষ্টিক বোতল উদ্ধার করেন। এটা পূর্ব শক্রতার হিসাবে আগুন দেওয়া হয়েছে।
সরেজমিন পরিদর্শনকালে : লতিফ পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন। ১৩ বছর পর্যন্ত জেনারেট চালিত মিল আয়ের অর্থ দিয়ে সংসার চলছে। এক সপ্তাহ পূর্বে নতুন জেনারেটর কেনা সংযোগ দেয়া হয়েছে। মিল মিস্ত্রী মো: মোসরফ হোসেন বাউফল থানায় মৌখিক অভিযোগ করলে এসআই মুরাদ হোসেন (০১৭১৫৫৪৮১৭০) ঘটনা স্থান পরিদর্শন করেন। মামলার প্রস্তুতি চলছে।
 
Top