দশমিনা প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলার দক্ষিন আদমপুর গ্রামের ওয়াপদা বেরীবাধে বন বিভাগের বপনকৃত বিভিন্ন প্রজাতির গাছ কাঠ ব্যবসায়ী আলতাফ ব্যাপারী কর্তন করে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট বন বিভাগ কর্তৃপক্ষ কর্তনকৃত গাছ উদ্ধার করেন। গতকাল শনিবার ঘটনা ঘটে।
এলাকাবাসী বন বিভাগ সূত্র জানায়, উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিন আদমপুর গ্রামের কাঠ ব্যবসায়ী আলতাফ ব্যাপারী বন বিভাগ কর্তৃপক্ষকে না জানিয়ে বিভিন্ন প্রজাতির গাছ গত বৃহস্পতিবার থেকে কর্তন করা শুরু করেন। ওই এলাকার জণগনের তোপের মুখে শ্রমিকরা গাছ কর্তন বন্ধ রেখে ওই কাঠ ব্যবসায়ীকে খবর দেয়। ঘটনাস্থলে কাঠ ব্যবসায়ী আলতাফ ব্যাপারী এসে ওই ইউপি চেয়াম্যান সৈয়দ মাহফুজুর রহমানের নির্দেশে গাছ কাটার কথা উপস্থিত জনগণকে জানান। পরে ওই এলাকার বন প্রহরী আব্দুল লতিফ বীট অফিসার আসাদুজ্জামান গতকাল শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং ওই কাঠ ব্যবসায়ীর কাছ থেকে কর্তনকৃত ৫টি গাছ উদ্ধার করেন। উদ্ধারকৃত গাছ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিদের উস্থিতিতে ওই এলাকার রুহুল সিপাই নামক ব্যক্তির জিম্মায় রাখেন
বন বিভাগের বীট অফিসার আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে মুঠোফোনে প্রতিনিধিকে জানান, আমি ব্যাপারে উপজেলা রেঞ্জ অফিসারকে অবহিত করি। তিনি আমাকে বলেন, ওই এলাকার চেয়ারম্যান সৈয়দ মাহফুজুর রহমানের গতমাসের উপজেলা সমন্বয় সভায় মৌখিকভাবে দক্ষিন আদমপুর গ্রামের ওয়াপদা বেরীবাধে গাছ কর্তন করার বিষয়টি উঠান। কিন্তু কোন সিদ্ধান্ত হয়নি।
বহরমপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহফুজুর রহমান স্থানীয় সাংবাদিকদের জানান, দক্ষিন আদমপুর গ্রামের ওয়াপদা বেরীবাধের উপর গাছ পরে থাকায় পথচারীদের আসা যাওয়ায় সমস্যার সৃষ্টি হচ্ছিল। তাই সবার সাথে আলোচনা সাপেক্ষে গাছ কাটার পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্যাপারে উপজেলা রেঞ্জ অফিসার মোঃ আশ্রাব আলীর সাথে ব্যপারে মুঠো ফোনে যোগাযোগ করতে চাইলে তার মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

 
Top