কলকাতার
বাংলা ছবির জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান এবার হরর ছবিতে কাজ করতে যাচ্ছেন। নাম
‘সেভেন’। নুসরাতের
বিপরীতে আছেন যশ দাশগুপ্ত।
‘সেভেন’ যশ-নুসরাত জুটির দ্বিতীয় ছবি। এর আগে ২০১৭ সালে তারা ‘ওয়ান’ ছবিতে জুটি বেঁধেছিলেন তারা।
ছবির
চিত্রনাট্য লিখেছেন বলিউডের চিত্রনাট্যকার সাগুফতা রফিক। এর
আগে তিনি ‘মার্ডার টু’, ‘জান্নাত টু’, ‘আওয়ারাপান’, এবং ‘ও লামহে’র মতো হিট ছবিগুলোর চিত্রনাট্য করেছেন। নতুন
ছবিটি পরিচালনাও করবেন তিনি।
ছবিতে
যশ-নুসরাতকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। বিভিন্ন
অলৌকিক কাণ্ডকারখানাকে ঘিরে যাদের জীবন হয়ে উঠবে দুর্বিসহ। ছবির
গল্পের ব্যাপারে আপাতত এতটুকুই সামনে এসেছে। তবে
সত্য ঘটনাকে ঘিরেও তৈরি হয়েছে ছবির কিছুটা অংশ। জানা
গেছে, আগামী আগস্ট মাস থেকে ছবির শুটিং শুরু হবে।
‘সেভেন’ যশ-নুসরাত জুটির দ্বিতীয় ছবি। এর আগে ২০১৭ সালে তারা ‘ওয়ান’ ছবিতে জুটি বেঁধেছিলেন তারা।
নুসরাত
অভিনীত ছবির মধ্যে রয়েছে শত্রু, খোকা ৪২০, খিলাড়ি, অ্যাকশন, যোদ্ধা-দ্য ওয়ারিয়র, জামাই ৪২০, হর হর ব্যোমকেশ, জুলফিকার, লাভ এক্সপ্রেস, ওয়ান, বলো দুর্গা মাই কি।
বাণিজ্যিক
ও ভিন্নধারা সব ঘরানার ছবিতে কাজ করেই সফলতা পেয়েছেন নুসরাত। এবার
হরর ছবির মাধ্যমে নিজেকে কতটা উচ্চতায় নিয়ে যেতে পারেন তিনি তা সময়ই বলে দেবে।