নিজস্ব
সংবাদদাতা, ফুলতলা(খুলনা)।।
ফুলতলা জামিরা গ্রামের সেই
গৃহবধু রেক্সোনা বেগম (২৮) গত
সোমবার রাতে মৃত্যু বরণ
করেছে। এ ব্যপারে মৃতের
ভাই কামরুজ্জামান বাদী হয়ে ফুলতলা
থানায় নারী ও শিশু
নির্যাতন দমন আইনে মামলা
করেছে। মামলা নং-০৩
তাং ৬/৭/১৫।
মামলার
বিবরণে প্রকাশ, উপজেলা জামিরা গ্রামের
ওয়াজেদ আলী কন্যা রেক্সোনার
সাথে ছাতিয়ানি গ্রামের মোঃ ইউসুফ আলী
খানের সাথে বিবাহ হয়।
তাদের একটি পুত্র ও
একটি কন্যা সন্তান রয়েছে।
সুত্র মতে, পিতার নিকট
থেকে জমি বিক্রয় করে
টাকা আনার জন্য প্রায়
তাকে চাপ দেওয়া হতো।
এই নিয়ে প্রতিনিয়ত তাদের
মধ্যে ঝগড়া বিবাদ হতো।
ঘটনার দিন গত ১৯
জুন রাত আনুমানিক ১১টার
সময় কথা কাটাকাটির এক
পর্যায়ে তার স্বামী রেক্সোনাকে
বেদম মারধর করে তার
গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেয়।
গুরুত্বর আহত অবস্থায় তাকে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করে। পরবর্তীতে গত ৩ জুলাই
তার ভাই তাকে গুরুত্বর
অবস্থায় ফুলতলা হাসপাতালে ভর্তি
করে। ঘটনার ১৮ দিন
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে
গত সোমবার রাতে হাসপাতালে
তার মৃত্যু ঘটে। রেক্সোনার
ভাই কামরুজ্জামান বাদী হয়ে ২
জন  কে
আসামী করে থানায় মামলা
দায়ের করে। পুলিশ কাউকে
গ্রেফতার করতে পারেনি। 
