নিজস্ব সংবাদদাতা
ফুলতলা (খুলনা)।। জাতীয় মহাসড়কে অটোরিক্সা ও মাহেন্দ্র চলাচলের অভিযোগে
ফুলতলা থানা পুলিশ গত ২দিনে সড়কে চলাচলের সময় ২৪ টি অটোরিক্সা ও
মাহেন্দ্র আটক করেছে । পুলিশ জানায় থানা সম্মুখে মহাসড়কে অটোরিক্সা ও
মাহেন্দ্র চলাচল করলেই তাদের আটক করা হচ্ছে । পুলিশ আরো জানায় এ পর্যন্ত
২টি নসিমন ও ২২ টি অটোরিক্সা আটক করা হয়েছে । সম্প্রতি সরকারের নির্দেশে
মহাসড়কে অটোরিক্সা ও মাহেন্দ্র চলাচলের উপর নিশেধাজ্ঞা আরোপ করা হয় ।