এস.আর রতœা, দশমিনা ॥
১৯ থেকে ২৩ অক্টোবর শ্রী শ্রী শারদীয় দূর্গা পূঁজা উৎসবে নিরাপত্তা সদস্যদের সম্মানী নিতে ঘুষ দিতে হচ্ছে পটুয়াখালীর দশমিনা উপজেলা আনসার-ভিডিপি অফিসে। জানা যায়, উপজেলার ১৭টি পূঁজা মন্ডপের ২৫ আনসার ও ৮৯ ভিডিপিসহ ১১৪ জন নিরাপত্তা সদস্য নিয়োগ করা হয়। গতকাল ওই সদস্যরা সম্মানীর অর্থ আনতে সংশ্লিষ্ট উপজেলা দপ্তরে গেলে সম্মানী থেকে জেলা অফিস খরচ নামে ৬০০ টাকা ও রেভিনিউ ষ্ট্যাম্প নামে ২০ টাকা কেটে রাখা হয় ওই সদস্যদের থেকে। 
অভিযোগ পেয়ে সরেজমিনে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত জেলা অফিসার আঃ ছালামকে জিজ্ঞাসাবাদ করে। আঃ ছালাম প্রথমে ঘটনা আড়াল করতে চাইলেও উপস্থিত আনসার-ভিডিপি সদস্য মাছুয়াখালী গ্রামের মো: রুবেল, মো: সোহেল, মেহেদী হাসান, চরহোসনাবাদ গ্রামের মো: আবু তাহের, নিজাবাদ গ্রামের মো: ফয়সাল হোসেন ও আউলিয়াপুর গ্রামের লিমন হোসেন সম্মূখে কর্মচারী রুহুল আমীন কর্তৃক অর্থ কেটে রাখার বিষয়টি বলে দেয়। এ সময় উপজেলা কর্মকর্তা মোসাঃ কহিনুর বেগমসহ অফিস কর্মচারী রুহুল আমীনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা আনসার ভিডিপি অফিসার আঃ ছালাম জানান। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার আজহারুল ইসলাম তাৎক্ষণিক আনসার-ভিডিপি সদস্যদের অর্থ ফেরৎ দেয়ার নির্দেশ দিয়েছেন।
 
Top