দশমিনা সংবাদদাতা: টানটান উত্তেজনায় ও পুলিশ পাহাড়ায় পটুয়াখালীর দশমিনায় যুবলীগের দু'গ্রুপে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। জানা যায়, বুধবার উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মোঃ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে চরহোসনাবাদ এলাকা থেকে র‌্যালী নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নলখোলা বন্দরে যাওয়ার পথে পুলিশি বাধায় পিছনে ফিরে এসে শুরুস্থলে পথসভা অনুষ্ঠান করে। পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আনসার মৃধা, সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মুন্না, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর, জেলা ছাত্রলীগ নেতা সিকদার শাহদাৎ হোসেন, মাহমুদ ইসলাম শুভ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারাণ সম্পাদক কাজী শাকিল আহমেদ, যুগ্ম সম্পাদক হাসান মোর্শেদ, হোসাইন আহমেদ শাহিন, মুন্সি শাহীন ও রুবেল প্রমূখ। অপরদিকে, যুবলীগ নেতা নাসির পালোয়ানের নেতৃত্বে পুলিশ পাহাড়ায় র‌্যালী শেষে নলখোলা বন্দরের বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক এড. সিকদার গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক এড. উত্তম কুমার কর্মকার ও যুবলীগ নেতা মোল্লা রমিজ উদ্দিন প্রমূখ।
 
Top