মুকুট না জিতেও বিশ্বসেরা বাংলাদেশের প্রিয়তি
জ্যামাইকা, ১৯ অক্টোবর- মিস আয়ারল্যান্ড হওয়ার পরই স্বপ্নটা মনে বাসা বাঁধে তার। এবার বিশ্বসুন্দরীর খেতাবটা চাই। হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে তাই হলেন তিনি। সদ্য সমাপ্ত 'মিস আর্থ-২০১৬' সুন্দরী প্রতিযোগীতায় তিন বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি।
এর আগে বিশ্বের অন্যান্য প্রতিযোগিদের পেছনে ফেলে গ্র্যান্ড ফিনালের সেরা পাঁচ এ জায়গা করে নেন তিনি।
'মিস আর্থ ২০১৬' প্রতিযোগিতায় তিনটি বিভাগে পুরস্কার জিতেছেন প্রিয়তি। পোশাক, সহানুভূতি ও শারীরিক যোগ্যতা বিভাগে তিনি নির্বাচিত হয়েছেন সেরা হিসেবে।
গত ১৩ অক্টোবর জ্যামাইকায় শুরু হয় 'মিস আর্থ ২০১৬'। এ আসরে মিস আয়াল্যান্ড হিসেবে অংশ নিয়েছেন প্রিয়তি। গত বছর মিস আয়ারল্যান্ডের মুকুট ওঠে তার মাথায়।
 
Top