ঘুর্নিঝড় রোয়ানু'র তান্ডবে পটুয়াখালীর দশমিনা উপজেলায় মানুষের প্রাণহানি, কৃষকের ফসলহানি, বাড়ি-ঘর ও শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত ঘটনায় চলাছে শোকের মাতম। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের এমপি ক্ষতিগ্রস্থ শোকার্ত পরিবারের পাশে না দাড়িয়ে রবি-সোমবারের সফর শেষ করলেন উদ্বোধন, সংবর্ধনা, ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদযাপনের মধ্য দিয়ে। 
রোয়ানু'র প্রভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের অভিযোগ, সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ¦ আ.খ.ম জাহাঙ্গীর হোসাইন এমপি আসবেন, আমাদের সাথে দেখা করবেন, ক্ষতি ও শোক কাটিয়ে উঠার পথ বাতলে দিবেন এমন আশার ঝুলিতে বাঁশের পেরেক ঠুকে দিয়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবন উদ্বোধন, আলীপুর ইউনিয়নের নব নির্বাচিত আ'লীগ দলীয় চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের সংবর্ধনা, ভবনের ভিত্তিপ্রস্ত স্থাপন ছাড়াও বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপভোগ পুরষ্কার বিতরণে ব্যস্ত সফর শেষ হলো সংসদ সদস্যর। 
এদিকে, ২১ মে ভোররাত ৪টায় ঘুর্নিঝড় রোয়ানু'র তান্ডবে নিজাবাদ গোপালদী গ্রামের অসুস্থ্য সুন্দর আলীর স্ত্রী নয়া বিবি (৫৫) ঘর চাপা পড়ে মৃত্যু হলে এলাকায় শোকের মাতম দেখা দিলেও স্থানীয় এমপিকে শোক ছুঁতে পারেনি বলে জানান নিহতের প্রতিবন্ধী ছেলে আঃ ছালাম। নয়া বিবি ঢাকায় বাসা বাড়িতে ঝি'র কাজ করে জীবিকা নির্বাহ করে। বাড়িতে অবস্থান করা স্বামী সুন্দর আলী গুরুতর অসুস্থ্য হলে ১৯ মে গ্রামের বাড়িতে চলে আসে নিহত নয়া বিবি। কৃষকের তিন হাজার একরের ফসলহানি, শতাধিক বাড়ি-ঘর ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ-আংশিক ক্ষতি হলেও পরিদর্শন না করেই আ.খ.ম জাহাঙ্গীর হোসাইন এমপি সোমবার বিকালে দশমিনা উপজেলা ত্যাগ করে। এ ঘটনায় আওয়ামীলীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মোঃ শাখাওয়াত হোসেন বলেন, সংসদ সদস্য পূর্বে সফর সূচী করায় হয়ত সময় দিতে পারেননি। 
 
Top