পেশা অভিনয়। কিন্তু তার আড়ালেই মধুচক্র চালাতেন অভিনেত্রী! এই অভিযোগেই তামিল অভিনেত্রী সঙ্গীতা বালনকে গ্রেফতার করল পুলিশ।
বলি সূত্রের খবর, চেন্নাইয়ের এক রিসর্ট থেকে বিভিন্ন রাজ্যের বহু মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। তাঁরা সকলেই সঙ্গীতা পরিচালিত ওই মধুচক্রের সঙ্গে যুক্ত ছিলেন বলে খবর। আপাতত সকলকেই পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মধুচক্র চালানোর কাজে সঙ্গীতাকে সাহায্য করতেন সতীশ নামে এক ব্যক্তি। তিনি বিভিন্ন বয়সী মহিলাদের সিনেমা এবং টেলিভিশনে অভিনয় করার সুযোগ দেবেন বলে ফাঁদে ফেলতেন। সঙ্গীতার সঙ্গে সতীশকেও গ্রেফতার করেছে পুলিশ।
১৯৯৬-এ ‘কারুপ্পু রোজা’ ছবি দিয়ে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন সঙ্গীতা। টেলিভিশনেও তিনি জনপ্রিয়। অভিনয়ের পাশাপাশি কী ভাবে মধুচক্রের সঙ্গে সঙ্গীতা জড়িয়ে পড়লেন তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে খবর।
 
Top