নড়াইলের
লোহাগড়ায় আইসক্রিম দেয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে
এক মুদি দোকানির বিরুদ্ধে। এলাকাবাসী নির্যাতিতা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
করেছে। অভিযুক্ত দোকানিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
অভিযুক্ত
মিরাজ বিশ্বাস (২৮) একই গ্রামের ইসলামের বখাটে ছেলে।
এ
ঘটনায় শনিবার নির্যাতিতা শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
এর
আগে বৃহস্পতিবার উপজেলার মশাঘুনী গ্রামে সন্ধ্যা ৬টায় সিংগা মোড়ে মিরাজের মুদি দোকানে
এ ঘটনা ঘটে।
জানা
গেছে, উপজেলার মশাঘুনী গ্রামের অভ্যন্তরে সিংগা মোড়ে মিরাজের মুদি দোকানে বৃহস্পতিবার
সন্ধ্যায় ওই শিশুটি আইসক্রিম কিনতে যায়। দোকানে কেউ না থাকায় মিরাজ বিশ্বাস দোকানের
মধ্যে শিশুটিকে আইসক্রিম দেয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে।
শিশুটির
যন্ত্রণার কান্না শুনে পথচারীরা এগিয়ে গেলে অভিযুক্ত মিরাজ শিশুটিকে দোকানে ফেলে রেখে
পালিয়ে যায়। পরে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে
ভর্তি করে।
শিশুটির
শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে লোহাগড়া হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য
প্রেরণ করা হয়েছে। এ প্রসঙ্গে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান,
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেয়েছি, পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সূত্র:
দৈনিক যুগান্তর