বাগেরহাটের
মোরেলগঞ্জ পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলরকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
আটক
নাছিমা বেগম (৪৫) মোরেলগঞ্জ পৌরসভার ৪,৫,৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মোরেলগঞ্জ
পৌরসভার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।
শনিবার
সকালে উপজেলার পূর্ব সরালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, নাছিমা দম্পতি
দুজনই পেশাদার ইয়াবা ব্যবসায়ী।
মোরেলগঞ্জ
থানার ওসি মো. রাশেদুল আলম জানান, নাছিমা ও তার স্বামী জাহাঙ্গীর হোসেন পেশাদার ইয়াবা
ব্যবসায়ী। শনিবার সকালে ক্রেতা পাঠিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
এ
সময় পুলিশ তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বামী
জাহাঙ্গীর পালিয়ে গেছে। এই দম্পতির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং কয়েকবার আটক
হয়েছে বলেও জানান ওসি। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং নাছিমাকে বাগেরহাট কোর্টে প্রেরণ
করা হয়েছে।
সূত্র:
দৈনিক যুগান্তর