মোঃ সাফায়েত হোসেন:
পটুয়াখালীর দশমিনা উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণায় গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মোটর শোভাযাত্রা দূর্ঘটনায় ৫জন আহত। জানা যায়, সদ্য ঘোষিত উপজেলা যুবলীগের আহবায় মোঃ নাসির উদ্দিন পালোয়ানকে পটুয়াখালী জেলা সদর থেকে বরণ করতে দশমিনা থেকে প্রায় দু’শ মোটর সাইকেলে চারশত আরোহী যাত্রা করে বেতাগী শিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গেলে একটি মোটর সাইকেল উল্টে যায়। উল্টে যাওয়া মোটর সাইকেলের সাথে ধাক্কা লেগে পিছনের আরও ৪টি মোটর সাইকেল দূর্ঘটনার শিকার হয়। এ সময় বাঁশবাড়িয়া ইউনিয়ন যুবলীগ নেতা রমিজ বেপাড়ী, হেলাল খান, আমিন আকন, মাসুম হাওলাদার, মোঃ আনোয়ার মুন্সিও আল-আমিন গাজী আহত হয়। গুরুত্র আহত রমিজ বেপাড়ীকে (৪০) দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
Top