‘ন্যক্কারজনক’, ‘কুৎসিত’, বিকিনি পরা ছবি পোস্ট করে ট্রোলড মন্দিরা বিনোদন A+ A- Print Email মন্দিরা বেদী এখন ছুটি কাটাতে গ্রিসে। সেখান থেকে ইনস্টাগ্রামে ছবিও পোস্ট করছেন। সম্প্রতি একটি বিকিনি পরা ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন মন্দিরা।