মস্কো, ১৯ জুন- রাশিয়া বিশ্বকাপের ১৫তম ম্যাচে এসে প্রথম লাল কার্ড দেখালো রেফারি। আর ২১তম বিশ্বকাপের প্রথম লালকার্ড হজম করে মাঠ ছেড়েছেন কলম্বিয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার কার্লোস সানচেজকে। মঙ্গলবার জাপনের বিপক্ষে ডিবক্সের মধ্যে হাতে বল ধরার অপরাধে তাকে এ লালকার্ড দেখানো হয়।
 
Top