কোনো দেশের জনগণ যদি এক হয়ে দেশের প্রতি ভালোবাসা দেখায় তাহলে ওপর কোনো দেশ সেই দেশকে শত্রু বানাতেও ভয় পায়। অন্যদিকে যদি দেশের ভেতরেই দেশের শত্রু বর্তমান থাকে তাহলে বাইরের শত্রুরা আরো বেশি পেয়ে বসে সেই দেশকে। ঠিক এমনটাই হচ্ছে ভারতের সাথে। আপনাদের জানিয়ে রাখি বতর্মানে আমেরিকায় কোয়ান্টিকো এর একটা শো আরম্ভ হয়েছে। যেখানে ভারতের হিন্দুদের জঙ্গি ও পাকিস্থানীদের শান্তিবাদী দেখানো হয়েছে।গতকালের শোতেই এইরকম ভারত বিরোধী ও হিন্দুবিরোধী ছবি দেখানো হয়েছে। আসলে শোতে দেখানো হয়েছে যে, “ভারতের হিন্দুরা নিউওয়ার্ককে বোমব্লাস্ট করে উড়িয়ে দিতে চাইছে এবং পাকিস্তানের নামে সেই দোষ চাপিয়ে দিচ্ছে। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া দেখতে পায় যে বোমাব্লাস্টকারীর হাতে একটা রুদ্রাক্ষ এর মালা ছিল অর্থাৎ বোমব্লাস্টকারী একজন ভারতীয় হিন্দু।”এইভাবেই প্রিয়াঙ্কা চোপড়া তার শোতে ভারতীয় হিন্দুদের জঙ্গি প্রমান করে এবং পাকিস্তানিদের নিরীহ দেখিয়ে, বিশ্বে ভারতের হিন্দুদের বদনাম করছে। এটা খুবই লজ্জার ব্যাপার যে একজন ভারতীয় হিন্দু হয়েও প্রিয়াঙ্কা চোপড়া বিদেশের মাটিতে ভারতবিরোধী ছবি দেখাচ্ছেন এবং ভারতীয় হিন্দুদের জঙ্গি প্রমান করতে মেতে উঠেছেন।