ঈদ উপলক্ষে শিমুলিয়া ঘাটে বিশেষ আইন শৃঙ্খলা সভা হয়েছে। আজ সোমবার শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউটিসি সভা কক্ষে এ সভায় অনুষ্ঠিত হয়। সভায় ঈদ যাত্রীদের পারাপার নির্বিঘ্ন করতে তিন স্তরের পুলিশি নিরাপত্তা ও সিসি টিভিসহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা আলোচনা হয়।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ, লৌহজং উপজেলা চেয়ারম্যান মো. ওসমান গণি তালুকদার, সাংবাদিক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, লৌহজং ও সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা যথাক্রমে মো. মনির হোসেন ও তানবীর মো. আজিম, লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল মাহমুদ, বিক্রমপুর প্রেসক্লাব সভাপতি মো. মাসুদ খান প্রমুখ। এছাড়া বিাইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, র্যাব-১১, পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড, আনসার, ডাক্তার, ফায়ার সার্ভিস বাস, লঞ্চ, সিবোর্ট প্রতিনিধি ও ঘাট সংশ্লিষ্ট স্টেক হোল্ডারগণ উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত মতে আগামী ১১ জুন হতে এ রুটে চলাচলাকারী ট্রাকগুলোকে সিরাজদিখান উপজেলার কুচিয়া মোড়ায় আটকে দেয়া হবে।এছাড়া শ্রীনগর ও পদ্মা সেতু টোল প্লাজার কাছেও ট্রাক আটকে দেয়া হবে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহনগুলোকে আগে পার করা হবে। অতিরিক্ত যাত্রী বোঝাই ও অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার সিদ্ধান্ত হয়। এছাড়া সিসি ক্যামেরা, ৬ শতাধিক পুলিশ সদস্যসহ র্যাব, আনসার, পুলিশ, কোস্টগার্ড নৌ-পুলিশ কাজ করবে। এর বাইরে মলম পার্টি ও ছিনতাইকারীদের ধরতে সাদা পোশাকের পুলিশ, ডিবি পুলিশসহ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে যাত্রী নিরাপত্তায়। কোনভাবেই যাত্রীদের দুর্ভোগ পোহাতে দেয়া হবে না বলে সিদ্ধান্ত হয়। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।