দিনাজপুরের
বীরগঞ্জে এক আদিবাসী তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে আশিক রায় (২২) নামে এক যুবককে আটক
করেছে পুলিশ।
শুক্রবার
রাতে অভিযান চালিয়ে বীরগঞ্জ পৌর শহরের বলাকা মোড় থেকে অভিযুক্ত ধর্ষককে আটক করা হয়।
বীরগঞ্জ
থানার এসআই নরেণ চন্দ্র রায় জানান, গত ২১ জুন জেলার কাহারোল উপজেলার বাসিন্দা এক আদিবাসী
তরুণী তার খালার বাড়িতে যাওয়ার পথে রাত সাড়ে ৮টায় আশিক রায় নামে এক যুবক তাকে একা পেয়ে
বাড়ির পাশে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
এ
সময় তরুণীর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে ধর্ষক আশিক রায় পালিয়ে যায়।
বিষয়টি
তরুণীর পরিবার জানতে পেরে শুক্রবার বিকালে থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগ পাওয়া মাত্রই
পুলিশ অভিযান চালিয়ে রাতে ধর্ষককে আটক করে।
অভিযুক্ত
আশিক রায় উপজেলার সুজালপুর ইউনিয়নের উত্তর জগদল গ্রামের অতুল চন্দ্র রায়ের ছেলে।
বীরগঞ্জ
থানার ওসি সাকিলা পারভীন ঘটনার সত্যতা ও বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের নিশ্চিত করেছেন।
সূত্র:
দৈনিক যুগান্তর