সম্প্রতি শাহজাদপুরে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে চলেছে সম্প্রতি, উপজেলার পোরজনা ঘোষপাড়া মহল্লায় কিশোরী প্রতিবন্ধীকে ধর্ষণ জিগারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ হত্যা চেষ্টার ঘটনায় স্থানীয় গ্রামপ্রধানরা দেনদরবার করে লম্পট আজা (৪৮) দোষী করে লাখ ২০ হাজার টাকা জরিমানার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার চতুষ্পদ জন্তু ঘোড়া বলৎকারের দায়ে পল্লী পশু চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন গ্রাম্যপ্রধানরা
ঘটনাটি ঘটেছে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চালারপাড়া গ্রামে চালারপাড়া গ্রামের মৃত ইয়াছিনের ছেলে পল্লী পশু চিকিৎসক আব্দুর রহিম প্রতিবেশী ফয়জালের ছেলে আলাউদ্দিনের ঘোড়াকে রশি দিয়ে পা বেধে বলৎকার করেছেএমন অভিযোগ এনে গ্রামপ্রধানরা দেনদরবার করে পল্লী চিকিৎসক রহিমকে ৫০ হাজার টাকা জরিমানা আলাউদ্দিনকে অবিলম্বে ঘোড়া বিক্রি করে তথ্যপ্রমান লোপাটের নির্দেশ দেন
বিষয়টি নিয়ে গ্রাম প্রধানরা মুখ না খুললেও এলাকাবাসীর নিকট তা ওপেন সিক্রেটে পরিণত হয়েছে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে
সূত্রঃ সময়ের কণ্ঠস্বর

 
Top