এম. সাফায়েত হোসেন, দশমিনা (পটুয়াখালী)::
পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭ ইউনিয়নে ইদুল ফিতর উপলক্ষে ভিজিএফ’র ১০ কেজি চাল বিতরণে ব্যপক অনিয়ম ভুক্তভোগীর দাবী ৫-৬ কেজি চাল দেয়া হচ্ছে। জানা যায়, উপজেলার রণগোপালদী ৫ হাজর ৮’শ ৩০, আলীপুরা ৪ হাজার ২’শ ৬২, বোতাগী-সানকিপুর ৪ হাজার ১’শ ৭০, দশমিনা- ৬হাজার ৯’শ ৮১, বহরমপুর ৩ হাজার ৮’শ ৪০, বাঁশবাড়ীয়া ৩ হাজার ৫’শ ৬৬ ও চরবোরহান ১ হাজার ৭’শ সুবিধাভোগীদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণের কথা রয়েছে। কিন্তু সুবিধাভোগীদের মধ্যে বালতি মেপে চাল বিতরণ করছে ইউপি চেয়ারম্যানরা। ১০ কেজি চাল দেবার কথা থাকলেও ছোট বালতি মাপে ৫-৬ কেজি করে চাল পাচ্ছেন বলে সুবিধাভোগী ভুক্তভোগীরা অভিযোগ করছেন। চর বোরহান, আলীপুর, বাঁশবাড়ীয়া ও বহরমপুরে ব্যাপক অনিয়মের খবর পাওয়া গেছে। এদিকে, চর বোরহান ইউপি চেয়ারম্যান মোঃ নজির সরদার তার ১১ সহদর ও ভাতিজাদের মারধরের শিকার হয়েছে সুবিধাভোগীরা। ঘটনার পর এক জনকেও চাল দেবেনা বলে হুমকি দিয়ে ভিজিএফ’র চাল বিতরণ বন্ধ করে দিয়েছে চেয়ারম্যান’র পরিবার। এ ঘটনায় রণগোপালদী ইউপি চেয়ারম্যান এটিএম আসাদুল হক নাসির সিকদার বলেন, প্রতিবস্তা ৬ জনের মধ্যে দেয়া হচ্ছে।